Wellcome to National Portal

***নারায়ণগঞ্জ জেলা কারাগারের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম*** বন্দির বাসায় ফোন দিয়ে গুরুতর অসুস্থ বা অন্য কোন কথা বলে প্রতারক চক্র বিকাশে টাকা পাঠাতে বললে। কোন অবস্থাতেই টাকা দেওয়া যাবে না। প্রয়োজনে অত্র কারাগারের (জেল সুপার) মোবাঃ ০১৭৬৯৯৭০২১০অথবা(জেলার) ০১৭৬৯৯৭০২১১ নম্বরে ফোন করে অথবা এসে খোঁজখবর নিবেন ধন্যবাদ***

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কারা মহাপরিদর্শক

ব্রিগেঃ জেনাঃ সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন

এনডিসি, পিএসসি
কারা মহাপরিদর্শক
ফোন : 025-7300444
ইমেইল : ig@prison.gov.bd

 

সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি তিনি ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১ তম বিএমএ লং কোর্সে বংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোর এ কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা হিসেবে তিনি অসামান্য পেশাদারিত্ব ও দক্ষতার সাথে বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইন্সট্রাকশনাল এপয়েন্টমেন্টে দায়িত্ব পালন করেন। তিনি বংলাদেশ মিলিটারি একাডেমি(বিএমএ), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট) এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের শান্তিরক্ষা কার্যক্রমে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে  UNMISS এ বাংলাদেশ ব্যাটেলিয়ানকেও নেতৃত্ব প্রদান করেন। এছাড়া  UNAMMSIL এ  জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং UNMIL এ ফোর্স হেড কোয়ার্টার্স অপারেশনাল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’র ২১তম মহাপরিচালক হিসেবে  দায়িত্ব পালন করেন। 

ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের পেশাগত জীবনের বিভিন্ন পর্যায়ে দেশে এবং বিদেশে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করেন। সেনাবাহিনীর এই চৌকশ কর্মকর্তা ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর হতে পিএসসি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকা হতে এনডিসি ডিগ্রী অর্জন করেন। মেধাবী এই সামরিক অফিসার বাংলাদেশ মিলিটারী একাডেমি হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে প্রথম শ্রেণিতে বিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে MIST হতে  MBA এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে  ২০০৯ এবং ২০২৩ সালে যথাক্রমে মাস্টার্স ইন মিলিটারী সাইন্স (MMSc) এবং মাস্টার্স ইন সোশাল সাইন্স (MSS) ডিগ্রী লাভ করেন.।

প্রকাশনা বিষয়েও জেনারেল মোতাহেরের অসামান্য দক্ষতা রয়েছে এবং মিরপুর পেপার  সহ বিভিন্ন সামরিক জার্নালে তাঁর বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রকাশনা রয়েছে। তিনি একজন ক্রীড়াপ্রেমী এবং কৃতি গলফার। 

তিনি ১১ আগস্ট ২০২৪ হতে কারা মহাপরিদর্শক পদে দায়িত্ব পালন করছেন।